ছোটন কান্তি নাথ:
পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৮০০ হতদরিদ্র নারীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন কক্সবাজার-১ আসনের এমপি এবং চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ শনিবার সকালে ইউনিয়নের সোনালী বাজারে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন তিনি।
এ উপলক্ষে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ উজানটিয়া ইউনিয়নের সভাপতি ফাতেমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল করিম, সাধারণ সম্পাদক শাহ জামাল। উপস্থিত ছিলেন এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একজন মানুষও যাতে অভুক্ত না থাকেন, সেই ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় প্রত্যেক মানুষের পাশে দাঁড়িয়েছেন শেখ হাসিনা। যাদের ঘর নেই তাদেরকে ঘর তৈরি করে দিচ্ছেন। আজ শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই এসব কিছু সম্ভব হয়েছে। একইভাবে একজন মানুষও যাতে শীতে কষ্ট না পায় সেজন্য শীতবস্ত্রের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.