ভয়েস নিউজ ডেস্ক:
করোনাভাইরাস মহামারিতে মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার ২৯৩ জনে।
এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ১৪৪ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২৪ লাখ ৪০ হাজার ৩৬৩ জনের মধ্যে স্থির অবস্থায় রয়েছেন ২৩ লাখ ৯৪ হাজার ১৮৫ জন, যা মোট আক্রান্তের ৯৮ শতাংশ।
এছাড়া, বর্তমানে আক্রান্ত ৪৬ হাজার ৯৩৬ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৫৩ হাজার ৮০০ জন।
উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এদিকে করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে নতুন করে আরও এক হাজার ৩৪ জন আক্রান্ত হয়েছে এবং একদিনে ১৩ জনের মৃত্যুসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯জনে। সূত্র:ঢাকা ট্রিবিউন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.