ভয়েস প্রতিবেদক:
রামুতে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন (২৩) নামের এক ধর্ষককে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেবুন্নাহার আয়শা। একই সাথে ধর্ষিতাকে এক লাখ টাকা ক্ষতিপুরনেরও নির্দেশ দিয়েছেন। অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের নির্দেশ প্রদান করেন আদালত। বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) দুপুরে এক আদেশে এই রায় ঘোষণা করা হয়।
কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, গত ২০১৭ সালের ১৯ অক্টোবর রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের থলিয়াঘোনা, পানিরছরা, বড় গ্যারেজ এলাকার সরওয়ারের বাড়ীর সামনে ছোট কালভার্টের পূর্ব পার্শ্বে ১০ বছরের শিশুকে ধর্ষণ করেন একই গ্রামের মঞ্জুর আলমের ছেলে ধর্ষক আনোয়ার হোসেন (২৩)। এঘটনায় ধর্ষিতা শিশুর পিতা বাদি হয়ে রামু থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর : ২১/২০১৭ (রামু) জিআর মামলা নম্বর ৩৭৭/২০১৭ ইংরেজি (রামু), যার শিশু মামলা নম্বর ১০৩/২০১৮ ইংরেজি এবং নারী মামলা নম্বর : ১৩৩/২০১৯ ইংরেজি। ২০১৯ সালের ১১ মার্চ মামলার চার্জ গঠন করা হয়। মামলায় ৯ জনের সাক্ষ্য নেওয়া হয়।
উক্ত মামলায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত-২০০৩ সাল) এর ৯(১) ধারা অনুযায়ী ট্রাইব্যুনাল-২ এর বিজ্ঞ বিচারক জেবুন্নাহার আয়শা এক আদেশে ধর্ষক আনোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদানের নির্দেশ দেন। একই সাথে ৩০ দিনের মধ্যে এক লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন। উক্ত ক্ষতিপুরনের টাকার সমপরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করতে কক্সবাজারের জেলা কালেক্টর (ডিসি) কে নির্দেশ দেওয়া হয়েছে। আসামীর সম্পত্তি প্রকাশ্যে বিক্রি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২’তে জমা দিতে বলা হয়েছে। এ টাকা ক্ষতিপূরণ বাবদ ধর্ষণের শিকার শিশুকে প্রদান করতে রায়ে উল্লেখ করা হয়েছে। উক্ত রায়ের কপি কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কাছে প্রেরণ করতে আদেশ দেওয়া হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.