ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের চীফ জজ মোহাম্মদ ইসমাইল বলেছেন, '<span;>বন্যপ্রাণী সুরক্ষা নিশ্চিত করতে সকলে একযোগে কাজ করতে হবে'।
তিনি বলেছেন, 'বন্যপ্রাণীকে নিয়ে অবৈধ বাণিজ্য বন্ধে সোচ্চার হতে হবে। সাগরের হাঙ্গর, শাপলাপাতা মাছ, কচ্ছপ ও ডলফিন সহ নানা প্রাণীকে অবৈধ বাণিজ্য আশংকাজনক বৃদ্ধি পেয়েছে। তাই, আমাদের দায়িত্বশীল আচরণের অভাবে এরা আজ হুমকির সম্মুখীন।'
শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১০টারদিকে কক্সবাজারের একটি তারকামানের হোটেলে আয়োজিত অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবেলায় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বনবিভাগের চট্টগ্রাম অঞ্চলের বনসংরক্ষক মোহাম্মদ আবদুল আওয়াল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: আবু তাহের। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডাব্লিউ সিএস বাংলাদেশ প্রোগ্রামের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড.মো: জাহাঙ্গীর আলম ও লিগ্যাল এডভাইজার ড. লস্কর মোখছুদুর রহমান।
বন্যপ্রাণী মানুষের ভারসাম্য রক্ষা করার কথা উল্লেখ করে<span;> প্রধান অতিথি মো: ইসমাইল আরও বলেন, সাংবাদিকরা লেখনির মাধ্যমে জনমত সৃষ্টির মাধ্যমে সমাজে সচেতনতা তৈরী করতে পারেন'।
তিনি বলেন, কক্সবাজারের চকরিয়া, রামু ও উখিয়া বনভুমি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব এলাকার কিছু অভাবি মানুষ পাহাড় ও বন ধংস করছে। আবার এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তিরা অতি লোভের আশায় বন সম্পদ ধংস করে যাচ্ছে। এছাড়াও মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা জনগোষ্ঠীর কারনে বনভুমি ধ্বংস ও বন্যপ্রাণী হুমকির মুখে পড়েছে।
ডাব্লিউ সিএস আয়োজিত কর্মশালায় ৩২ জন সাংবাদিক প্রশিক্ষণার্থী হিসাবে অংশ নেয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.