ভয়েস নিউজ ডেস্ক:
২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে জিপিএ ৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। শনিবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই ফল ঘোষণার উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।
বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে অনলাইনে ফল ঘোষণার উদ্বোধন করেন। শিক্ষামন্ত্রী ছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
প্রেস ব্রিফিংয়ে দীপু মনি জানান, এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। পাসের হার ও জিপিএ ৫ এর হার বেড়েছে। ২০১৯ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪৭ হাজার ২৮৬ শিক্ষার্থী। পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ শিক্ষার্থী।
এবার ঢাকা শিক্ষাবোর্ডে উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ২৬ হাজার ৪১ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৫৭ হাজার ৯২৬ জন শিক্ষার্থী।
রাজশাহী শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৯ হাজার ৯৭৬ জন, জিপিএ ৫ পেয়েছেন ২৬ হাজার ৫৬৮ জন।
কুমিল্লা শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ছিলেন এক লাখ ২ হাজার ৪৩৪ জন, জিপিএ ৫ পেয়েছেন ৯ হাজার ৩৬৪ জন।
যশোর শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ছিলেন এক লাখ ২১ হাজার ৫২৮ জন, জিপিএ ৫ পেয়েছেন ১২ হাজার ৮৯২ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ছিলেন ৯৭ হাজার ৯৬৭ জন, জিপিএ ৫ পেয়েছেন ১২ হাজার ১৪৩ জন।
বরিশাল শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ছিলেন ৬৮ হাজার ৯২০ জন, জিপিএ ৫ পেয়েছেন ৫ হাজার ৫৬৮ জন।
সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ৭৫ হাজার ৩২৩ জন, জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ২৪২ জন।
দিনাজপুর শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ছিলেন এক লাখ ১৮ হাজার ৭৩৫ জন, জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ৮৭১ জন।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ছিলেন ৮৪ হাজার ৪০৫ জন, জিপিএ ৫ পেয়েছেন ১০ হাজার ৪০ জন।
কারিগরি শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন এক লাখ ৩৩ হাজার ৭৪৬ জন, জিপিএ ৫ পেয়েছেন চার হাজার ১৪৫ জন।
এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৮৮ হাজার ৩০২ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন চার হাজার ৪৮ জন শিক্ষার্থী।
করোনাভাইরাস অতিমারির কারণে এবার পরীক্ষা ছাড়া জেএসসি এবং এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করা হয়েছে। ২০২০ সালে ১১টি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিলেন।
প্রতি বছরের মতো ১ এপ্রিল পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে এবার পরীক্ষা বাতিল করা হয়। সূত্র:বাংলাট্রিবিউন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.