স্বাস্থ্য ডেস্ক:
চোখ, শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি ছাড়া অন্ধকার পুরো পৃথিবী। কিন্তু এই চোখের যত্নের কথা আমরা ভুলে যাই। কর্ম ব্যস্ততায় চোখের উপর প্রেসার পরে প্রতি মূহুর্তে। তাই এর যত্নটাও জরুরি। অনেকে তাদের চোখের স্বাস্থ্যের অবহেলা এবং পরবর্তীতে দুঃখ প্রকাশ করেন। এটি হতে দেবেন না! খেয়াল রাখুন কিছু বিষয়ে, যা চোখ দুর্বল হওয়ার শুরুতেই আপনাকে জানান দেবে।
দুর্বল দৃষ্টিশক্তি কারণ এবং উপসর্গ
দুর্বল দৃষ্টিশক্তি মায়োপিয়া (দূরদৃষ্টি) বা হাইপারোপিয়া (দূরদৃষ্টি) দ্বারা সৃষ্ট। দুর্বল চোখের পেছনে কিছু কারণ থাকে। যা দৃষ্টিশক্তির উপর ভূমিকা রাখে। যেমন অতিরিক্ত চোখের প্রেসার দেওয়া, বয়স বাড়লে, বংশগত কারণে কিংবা শরীরে পুষ্টির ঘাটতি থাকলে।
অনেকের দৃষ্টিশক্তির কমে এলেও বিষয়টি বুঝে উঠতেই দেরি হয়ে যায়। লক্ষণগুলো জানুন, কীভাবে বোঝা যাবে দৃষ্টিশক্তি দুর্বল হচ্ছে।
প্রথমেই চোখে পানি চলে আসবে। মাঝে মাঝে চোখ থেকে পানি গড়াবে।
দৃষ্টি ঝাপসা হয়ে অআসবে। যেকোন কিছু দেখতে একটু সমস্যা হবে।
ঘন ঘন মাথাব্যাথা হবে।
যদি এই লক্ষণগুলো আপনি অনুভব করেন তবে আপনার চোখের চিকিত্সকের যথাযথ পরামর্শ নিন। কারন এই লক্ষণগুলো চোখের গ্লুকোমা, ছানি, ম্যাকুলার অবক্ষয় বা অপটিক নিউরোপ্যাথির মতো রোগের নির্দেশনা দিবে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.