ভয়েস নিউজ ডেস্ক:
চট্টগ্রাম সেনানিবাসে প্রথম করোনার ভ্যাকসিন নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আবেদীন।
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)টিকাদান কর্মসূচি উদ্বোধন করে প্রথম টিকা নেন তিনি।
মেজর জেনারেল সাইফুল আবেদীন বলেন, প্রথম ধাপে চট্টগ্রাম সেনানিবাসের জন্য সিটি করপোরেশন থেকে চার হাজার ডোজ ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে কর্মরত সব সেনা সদস্যকে টিকা দেওয়া হবে।
সদর দফতর ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ায় আওতাধীন ছয়টি টিকাদান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামের কেন্দ্র দুইটি হলো সিএমএইচ চট্টগ্রাম এবং ওপিসি ভাটিয়ারি। আর পার্বত্য চট্টগ্রামের চারটি কেন্দ্র হলো- বান্দরবান, খাগড়াছড়ি, গুইমারা ও রাঙামাটি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.