প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৫:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২১, ১১:৩২ পি.এম
পৃথিবীর সকল খ্যাতিমানরা বই পড়ে বিখ্যাত হয়েছেন তাই গণপাঠাগারের বিকল্প নেই-অতিরিক্ত সচিব

ভয়েস প্রতিবেদক, রামু:
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাকির হেসেন বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পৃথিবীর সকল খ্যাতিমানরা বই পড়ে বিখ্যাত হয়েছেন। তাই আগামিতে দেশে সে বিখ্যাত লোক তৈরি করতে হলে তরুণ প্রজন্মের জন্য পাঠাগারের বিকল্প নেই। ১২ ফেব্রুয়ারী বিকালে রামু উপজেলার রাজারকুল সিকদার পাড়া স্টেশনে মাষ্টার কলিম উল্লাহ গণপাঠাগার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাকির হেসেন এ কথা বলেন।
মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাবিবুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মহাসচিব এডভোকেট সাহিদা খান, রামু উপজেলা সমাজসেবা অফিসার আবু মোতালেব রায়হান, রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শহীদুল্লাহ সিকদার, বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর কক্সবাজার জেলা সভাপতি আ. ন. ম হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল হক, যুগ্ম সম্পাদক সাংবাদিক মোরশেদুর রহমান খোকন, সদস্য চিত্রশিল্পী তানভীর সরওয়ার রানা, সদস্য তোফাইল আহমদ, সমাজ সেবক শামসুল আলম চৌধুরী, ফরিদুল আলম সিকদার।
মাষ্টার কলিম উল্লাহ গণ পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি ও রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ, সভা পরিচালনা করেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী মো, আহসান প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফিতা কেটে মাস্টার কলিম উল্লাহ গনপাঠাগারের উদ্বোধন করেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.