প্রেস বিজ্ঞপ্তি:
মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষ্যে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। “স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু’র ৭ মার্চের ভাষণের তাৎপর্য” শীর্ষক রচনা প্রতিযোগিতায় সহযোগিতা করছে কক্সবাজার প্রেসক্লাব। মাধ্যমিক শিক্ষার্থীরা সর্বোচ্চ ৬০০ শব্দ ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০০০ শব্দের মধ্যে রচনা পাঠাবেন। পাঠানোর শেষ সময় ২০ মার্চ ২০২১ এবং কক্সবাজার প্রেসক্লাবে ২৬ মার্চ পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারিদের শর্তাবলী মেনে চলতে হবে।
১। রচনা এমএস ওয়ার্ডের ফাইলে সুতুনি ফন্টে লিখে পাঠাতে হবে। ২। কোনোভাবেই অন্য কোথাও থেকে কপি/পেস্ট করা যাবে না। ৩। রচনার সঙ্গে শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেণি ও যোগাযোগের ঠিকানা (মোবাইল নম্বরসহ) প্রদান করতে হবে। ৪। মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ থেকে মাষ্টার্স পর্যন্ত। অংশগ্রহণকারি প্রতি বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের জন্য যথাক্রমে ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকার প্রাইজবন্ড প্রদান করা হবে। বিচারকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য থাকবে।
পাঠানোর ঠিকানা : Email: coxsbuj@gmail.com, প্রয়োজনে ০১৮১৭৭৭১১৩৯ নম্বরে যোগাযোগ করা যাবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.