ভয়েস নিউজ ডেস্ক:
বন্দরনগরী চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ৫০০ ছাড়িয়ে গিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (১৩ মে) একদিনেই সেখানে ৯৫জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
একইসাথে, প্রতিদিনই চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা।
বুধবার পর্যন্ত চট্টগ্রামে শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ায় ৫১২ জনে। এরমধ্যে পর্যন্ত মোট মৃতর সংখ্যা ২৭। এর আগে গত মঙ্গলবার একদিনেই ৮৫জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হন।
চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রাম এখন সামাজিক সংক্রমণের পর্যায় পার করছে।
তিনি বলেন, “প্রত্যেকদিন যেভাবে প্রাণঘাতী ভাইরাসটিতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন, সেক্ষেত্রে আমাদের অবশ্যই যথেষ্ট সচেতন হতে হবে। কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ঠেকাতে আমাদের প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, চট্টগ্রামে এপর্যন্ত ৮৯জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সূত্র:ঢাকা ট্রিবিউন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.