ভয়েস প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীতা শেষ হয়েছে।
গত ১১ মার্চ ২০২১ থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ প্রতিযোগীতায় চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি,রচনা,বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।শিশু একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
১৭ মার্চ ২০২১ সন্ধ্যায় শহিদ দৌলত ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এসব প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.