শহিদুল ইসলাম, উখিয়া:
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বিষপানে স্বামী -স্ত্রী আত্নহত্যার চেষ্টা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। পাশ্বর্বতী লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প -২ ডব্লিউতে সেলিম ও তার স্ত্রী ছকিনা আকতার বসবাস করে আসছিল। সেখানে তাদের একটি ঘর ও একটি দোকান ছিল।
বৃহস্পতিবার সকালে ক্যাম্প প্রশাসনের নিদের্শনায় দোকান ও ঘরটি ভেঙ্গে চুরমার করে দেয় স্বেচ্ছাসেবকরা। এ ঘটনার পর অভিমান করে স্বামী ও স্ত্রী দুইজনে বিষপান করেন।
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে২ ডব্লিউ এর হেড মাঝি জকরিয়া বলেন স্বামী -স্ত্রী দুইজন আত্নহত্যা চেষ্টা করেন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ খলিলুর রহমানের মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.