ভয়েস প্রতিবেদক:
দেশের প্রথম সারির জাতীয় ইংরেজী পত্রিকা ‘ডেইলি সান’ এর কক্সবাজার জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন কক্সবাজারের জনপ্রিয় সাংবাদিক নেছার আহমদ। ১৮ মার্চ ‘ডেইলী সান’ পত্রিকার সম্পাদক এনামুল হক চৌধুরী সাক্ষরিত এক পত্রে নেছার আহমদকে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ দেন। একই অনুলিপি ‘ডেইলী সান’র এজিএম, একাউন্ড ইনচার্জ, ন্যাশনাল ডেস্ক ইনচার্জকে দেয়া হয়েছে।
নেছার আহমদ কক্সবাজার জেলার প্রগতিশীল সাংবাদিক ও বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি ও স্থানীয় আজকের দেশবিদেশ পত্রিকায় বর্তমানে কর্মরত রয়েছে। ২০০৬ সালে স্থানীয় দৈনিক সৈকত পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর দৈনিক কক্সবাজার, দৈনিক ইনানী, দৈনিক সাগরদেশ, জাতীয় নিউজ পোর্টাল বাংলা মেইল সহ বিভিন্ন মিডিয়া হাউসে কাজ করেছেন। তিনি কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার মুক্তিযুদ্ধের ঐক্য’র জেলা কমিটির সদস্য। একই সাথে কক্সবাজার ইলেক্ট্রিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের কার্যকরি কমিটির নির্বাহী সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছে।
এদিকে নেছার আহমদ ‘ডেইলি সান’ এর কক্সবাজার জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পাওয়ায় কক্সবাজারের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘কক্সবাজার ভয়েস ডট কম’র উপদেষ্টা সম্পাদক আবু তাহের, প্রধান সম্পাদক ও প্রকাশক আবদুল আজিজ, সম্পাদক বিশ্বজিত সেন ও বার্তা সম্পাদক জিকির উল্লাহ জিকু সহ সাংবাদিকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.