
কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ঢাবা ট্রিবিউনের সাংবাদিক মাহমুদুল হাসান নিশাত জানান,‘বন্ধু-বান্ধব ও সহপার্টিদের নিয়ে রবিবার রাতে ঢাকা থেকে রিলাক্স পরিবহনের মাধ্যমে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় কক্সবাজারের চকরিয়া হারবাং এলাকায় পৌছলে একটি মালবাহি ট্রাককে সাইড দিতে যাত্রীবাহি রিলাক্স পরিবহনটি খাদে পড়ে উল্টে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো: সিরাজুল ইসলাম জানান, ‘ঢাকা থেকে কক্সবাজারমুখী যাত্রীবাহি রিলাক্স পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের খাদে পড়ে। এসময় বাসটি ধমড়েমুড়চে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.