ভয়েস নিউজ ডেস্ক:
দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ রাষ্ট্রের জোট আসিয়ান মিয়ানমারের ওপর রোহিঙ্গা সংকট সমাধানে চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ২৪ এপ্রিল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ওই সম্মেলনে মিয়ানমারের জান্তা প্রধানের অংশ নেওয়ার কথা রয়েছে।
এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনবিসিকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে সেনা অভিযানের মুখে পালিয়ে এসে বাংলাদেশের অস্থায়ী ক্যাম্পগুলোতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আসিয়ানভুক্ত দেশগুলো মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করবে বলে তিনি আশা করছেন।
তিনি আরও বলেন, ১১ লাখেরও বেশি মিয়ানমারের নাগরিক আশ্রিত রয়েছে। বাংলাদেশের প্রধান উদ্দেশ্য হলো, তাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনা বাহিনীর নির্যাতন শুরু হলে তারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। তারা প্রাথমিকভাবে কক্সবাজার জেলায় স্থাপিত অস্থায়ী ক্যাম্পগুলোতে আশ্রয় নেয়। তাদের মধ্য থেকে কয়েকদফায় প্রায় পাঁচ হাজার জনকে দুর্গম ভাসানচরে স্থানান্তর করেছে বাংলাদেশ সরকার।
এর বাইরেও, বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনের ব্যাপারে উদ্যোগ নেওয়া হলেও মিয়ানমারের সদিচ্ছার অভাবে তা আলোর মুখ দেখেনি।
এদিকে, জাতিসংঘের মানবাধিকার কমিশন রাখাইনের ওই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের 'পাঠ্যপুস্তকীয় উদাহরণ' বলে আখ্যা দিয়েছে। রাখাইনের সহিংসতাকে জাতিগত নিধন আখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও; তুমুল সমালোচনা করছে যুক্তরাজ্য, কানাডা, কুয়েত, ইউরোপীয় ইউনিয়নসহ পুরো বিশ্ব।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.