বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
মুফতি ইমরানুল বারী সিরাজী:
চলছে পবিত্র রমজান। মাহে রমজানের এই মাসে আমাদের অনেকেরই মনে নানা প্রশ্ন আসে। আমাদের আজকের প্রশ্ন হলো-
প্রশ্ন: কোনও শারীরিক সমস্যা নেই। তারপরও রোজা না রেখে শুধু ফিদয়া বা কাফফরা দিলে হবে?
উত্তর: সুস্থ ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ। কোন ফিদয়া বা কাফফারা দিলে হবে না। ফিদয়া মূলত বৃদ্ধদের জন্য, যারা দুর্বলতার কারণে রোজা রাখতে পারেন না এবং ভবিষ্যতেও রোজা রাখার শক্তিও ফিরে পাওয়ার আশা ক্ষীণ।
তথ্যসূত্র: সুরা বাকারা, আয়াত নং-১৮৪, আদ দুররুল মুখতার, খণ্ড-২, পৃষ্ঠা-৪২৭, ফাতাওয়ায়ে উসমানি, খণ্ড-২, পৃষ্ঠা-১৭৮।
সংকলন: মাওলানা মুফতি ইমরানুল বারী সিরাজী, দাওরায়ে হাদিস, দারুল উলুম দেওবন্দ, উত্তর প্রদেশ, ভারত। ইফতা, জামিয়া আনওয়ারুল হুদা, হায়দারাবাদ, ভারত। খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা। মুফতি ও মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসা, রামপুরা, ঢাকা