বার্তা পরিবেশক:
কক্সবাজার সদরের ইসলামাবাদ হিন্দু পাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় ইসলামাবাদ ইউনিয়ন পূজা কমিটির সভাপতি সুমন কান্তি দেসহ অন্ততঃ ১৮ জন আহত হয়েছে।
রবিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে এই ঘটে। ঘটনায় সুমন কান্তি দে ছাড়াও আহতরা হলেন-জবা রানী দে, বকুল বালা দে, লেডু রানী দে, স্বপ্না রানী দে, স্বপ্না রানী, দিলীপ দে টুলু, কাজল কান্তি দে, শয়ন কান্তি দে, রনি দে, নারায়ন দে, প্রণব দে, সাধন কান্তি দে, স্বাগত রানী দে, শিখা রানী দে প্রমুখ। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত অবস্থায় ইসলামাবাদ ইউনিয়ন পূজা কমিটির সভাপতি সুমন কান্তি দে অভিযোগ করেন-স্থানীয় হিন্দু পাড়ায় একটি সামাজিক বৈঠক চলাকালে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল মেম্বারের নেতৃত্বে ১০/১৫ জন দুবৃত্ত অর্তকিত হামলা চালায় ও কয়েকটি বাড়িঘরে ভাংচুর চালায়।
এসময় সুমনসহ অন্তত ১৮ জন আহত হয়। এসব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত সাইফুল ইসলাম। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম জানান, আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এদিকে এই ঘটনার প্রতিবাদে রবিবার বিকেলে পৌরসভার সামনে স্বাস্থ্যবিধি মেনে এক মানববন্ধন অনুষ্টিত হয়। সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের অাহবায়ক সনজিত চক্রবর্তীর সভাপতিত্বে অনুস্টিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক ট্রাস্টি বাবুল শর্মা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা প্রমুখ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.