প্রেস বিজ্ঞপ্তি:
রামুর খুনিয়াপালং ইউনিয়নে সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দাতা সংস্থা মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (MSI)। গত বেশ ক'দিন ধরে বিভিন্ন এনজিও 'র সৌজন্যে ধারাবাহিক ভাবে ত্রান বিতরণ অব্যাহত রেখেছেন প্রতিশ্রুতিশীল তরুণ মো: গিয়াস উদ্দিন।
তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সমাজ উন্নয়ন, করোনা মানবিক সহায়তা, শিক্ষাই পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নেয়া সহ নানা উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
তিনি খুনিয়া পালং ইউনিয়নে ৪নং ওয়ার্ডে যেমনি দক্ষ নেতৃত্বের অধিকারি তেমনি একজন সমাজ সেবি শিক্ষানুরাগী হিসাবে মানুষের কাছে পরিচিত। যিনি হাটি হাটি পা পা করে দ্রুত নিজেকে সমাজ সেবক হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তিনি এমন একজন মানুষ যাকে সকল শ্রেণির মানুষ তাঁর কর্মগুণে ভালবাসে।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ, মোঃ জুবায়ের (CEO (MSI), ইঞ্জিনিয়ার জুবায়ের, মিজানুর রহমান, বদিউল আলম আর্মি, আব্দুল্লাহ আল মামুন ও মোহাম্মদ শাহজাহান।
এসময় এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সমাজ উন্নয়নে এবং নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাড়বার জন্য খুনিয়া পালং ইউনিয়ন ৪নম্বর ওয়ার্ডে প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিলে সততা ও নিষ্ঠার সাথে গরীব দুঃখী, অসহায় ও মেহনতী মানুষের পক্ষে কাজ করে যাবেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.