প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৩:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২১, ৮:৫৯ পি.এম
টেকনাফে দূর্বৃত্তরা কুপিয়েছে সাংবাদ কর্মীর মা ও স্ত্রীকে

আব্দুস সালাম, টেকনাফ:
কক্সবাজারে টেকনাফ বাহারছড়া শামলাপুরে বসত-বাড়িতে ঢুকে সাংবাদ কর্মী জাফর আলমের মা ও স্ত্রীকে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে বসতবাড়িতে ঢুকে এঘটনা ঘটায়।আশপাশের লোকজন প্রথমে আহতদেরকে উদ্ধার করে শামলাপুর উপ স্থাস্থ্য কেন্দ্রে সেখানে অবস্থার অবনতি ঘটলে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়,বৃহস্পতিবার রাতে উপজেলার বাহারছড়া শামলাপুর পুরানপাড়া এলাকার মৃত আবদু শুক্কুরের ছেলে ছৈয়দ করিম প্রকাশ ডেবিট এর নেতৃত্বে ১০/১২ জন দূর্বৃত্ত দা, ছুরি, লাঠি ও কিরিচ নিয়ে অর্তকিতভাবে এলোপাতাড়ি হামলা চালায়।এসময় দূর্বৃত্তরা ধারালো দা ও কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় সংবাদকর্মী জাফর আলমের বিধবা মা মেহের খাতুন (৬০) ও তার স্ত্রী তছলিমা সোলতানা নিশী (২৬) কে হামলা করে আহত করা হয়।
এসময় ছৈয়দ করিম প্রকাশ ডেবিটের ছেলে বেলাল,জাকের,জয়নাল,ছৈয়দ করিমের স্ত্রী মরিয়ম খাতুন,জাকির হোসনের স্ত্রী মুন্নি, বেলালের স্ত্রী হাসিনা ও কিছু রোহিঙ্গা ও কতিপয় ইয়াবা কারবারী হামলায় অংশ নেন।আহতরা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাংবাদ কর্মী জাফর আলম বলেন, আমি বাড়ীতে ছিলাম না।দূর্বৃত্তরা বসত-ঘরের ভিতর ঢুকে, দা,ছুরি,লম্বা কিরিচ দিয়ে মা ও স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনাটি বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশকে অবহিত করা হয়েছে।
এদিকে সাংবাদকর্মী জাফর আলমের মা ও স্ত্রীকে কুপিয়ে আহত করার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এঘটনায় তীব্র নিন্দা ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক নুর মোহাম্মদ জানান, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড় খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.