ভয়েস নিউজ ডেস্ক:
বাগেরহাটের রামপালের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় শ্রমিকরা আবার বিক্ষোভ করেছে। নিজ দেশে ফিরতে এবং বকেয়া মজুরি পরিশোধসহ এখানে থাকাকালীন মানসম্মত খাবার পরিবেশনের দাবিতে রবিবার সকাল থেকে বিক্ষোভ করে তারা।
বিদ্যুৎকেন্দ্রের প্রায় চার শতাধিক ভারতীয় শ্রমিক এতে অংশ নেয়। সকালে তারা বিদ্যুৎকেন্দ্রের প্রধান ফটকের বাইরে চলে আসে। এরপর বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন জিরো পয়েন্ট ছাড়িয়ে মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ীসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় তারা।
এ সময় পুলিশ তাদের বিদ্যুৎকেন্দ্রে ফিরিয়ে নিয়ে যেতে চাইলে উত্তেজিত হয়ে ভারতীয় শ্রমিকেরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন স্থান ও জিরো পয়েন্টে অবস্থান ককরছিলেন।
৩ মে ভারতীয় শ্রমিকদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। চলমান করোনা পরিস্থিতি ও লকডাউনের মধ্যে তার ভিসার মেয়াদ বাড়াতে না পারায় এবং এ কারণে দেশে ফিরতে না পারায় বিক্ষোভ করছেন। ৪ মেও তারা বিক্ষোভ করেন।
সে সময় বাগেরহাট জেলা প্রশাসনের সঙ্গে এ নিয়ে বৈঠক হয়। বৈঠকে দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের ভারতে পাঠানো, বকেয়া মজুরি পরিশোধ ও মানসম্মত খাবার পরিবেশনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্মত হন। কিন্তু সে সব সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় ১৩ দিনের মাথায় আবার বিক্ষোভে ফেটে পড়েন ভারতীয় শ্রমিকরা।
জানা গেছে, এ পরিস্থিতিতে তাপ বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করছেন বাগেরহাটের জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়সহ প্রশাসনের কর্মকর্তারা।
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে বিদেশি রয়েছেন ১৮০২ জন। এর মধ্যে চীনা ২১ জন এবং ১৩৪৪ জন ভারতীয় রয়েছেন।
সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.