আব্দুস সালাম,টেকনাফ:
করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে অন্যান্য শ্রেণি পেশার মানুষের মতো দুর্বিষহ জীবনযাপন করছে সাংবাদিক পেশার সঙ্গে জড়িতরা। আর, সবচেয়ে বেশি বিপাকে রয়েছে উপজেলা পর্যায়ে কর্মরত সংবাদকর্মীরা।
করোনা দুর্যোগের এই আপদকালীন সময়ে আবারো টেকনাফের কর্মরত সংবাদকর্মীদের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি।
টেকনাফ উপজেলায় কর্মরত এসব সাংবাদিকদের আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। সাংসদ বদি তার ব্যক্তিগত তহবিল থেকে টেকনাফ উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য এক লাখ টাকার অনুদান দিয়েছেন। এরআগে গত জানুয়ারি মাসে সাংসদ বদি স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনকে চাল ও নগদ ২ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছিলেন।
এ বিষয়ে টেকনাফ সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল হোসাইন বলেন, সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি সাংবাদিকদের বিভিন্ন সময়ে নানাভাবে সহযোগিতা করে আসছিলেন। করোনা দুর্যোগকালীন এই সময়ে সাংবাদিকেরা আর্থিক সহায়তা পেয়ে খুবই উপকৃত হয়েছে।
দুর্যোগকালীন সময়ে মফস্বলের সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান করায় সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদির প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন টেকনাফের কর্মরত সাংবাদিকেরা।
ভয়েস/আ সা/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.