আন্তর্জাতিক ডেস্ক:
অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘তকতে’র আঘাতে রীতিমতো বিধ্বস্ত ভারতের গুজরাট উপকূল। তবে এই রাজ্যে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।সোমবার রাত সাড়ে ৮টার দিকে গুজরাট উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘তকতে’। দুর্বল হওয়ার আগ পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা এটি তাণ্ডব চালায়।
ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকার প্রায় দেড় লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল।
আবহাওয়া অফিসের বরাত দিয়ে এনডিটিভি জানায়, উপকূলে আঘাত হানার সময় ‘তকতে’র গতিবেগ ছিল ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার যা ঝোড়ো বাতাসের আকারে ১৯০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।
এর আগে মহারাষ্ট্রের উপকূল ঘেঁষে ঘূর্ণিঝড়টি অগ্রসর হওয়ার সময় ওই রাজ্যে ছয়জন নিহত হন। আহত হন আরও নয়জন। মুম্বাইয়ে ১১৪ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যায়।
আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তকতে’র প্রভাবে রবিবার কর্নাটক, কেরালা ও গোয়া রাজ্যের ওপর দিয়ে প্রবল ঝোড়ো বাতাস বয়ে যায়, ভারী বৃষ্টি হয় ও জোয়ারের সময় সাগরে প্রবল ঢেউ দেখা দেয়।ভারতের পশ্চিম উপকূলীয় এই রাজ্যগুলোতে ঘরবাড়ি, রাস্তা ও বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়। কর্নাটক রাজ্যে আটজনের মৃত্যু হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.