প্রেস বিজ্ঞপ্তি:
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়রে করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যায়য়িত করে অবিলম্বে তাঁকে নি:র্শত মুক্তি দেয়ার দাবি জানয়িছেনে মহেশখালীর সাংবাদিক নেতারা। প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনেস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়েছে। ১৮ই মে মঙ্গলবার উপজলো বটতলা চত্বরে মহেশখালী প্রেস ক্লাবরে ব্যানারে অনুষ্ঠিত এই র্কমসূচিতে মহেশখালী অনলাইন প্রেস ক্লাবরে নেতারাও উপস্থিত ছিলেন। সাংবাদিক রোজিনাকে হেনেস্তাকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণরে দাবি জানিয়ে সাংবাদিক নেতারা মানববন্ধনে বলেন, যেভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রাখে হেনেস্তা করা হয়ছে, তার মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য হুমকি। তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাঁকে নি:শর্ত মুক্তি দতিে হবে। মহেশখালী প্রেস ক্লাবরে সভাপতি আবুল বশর পারভেজেরে সভাপতত্বিে এবং সাধারণ সম্পাদক এম ছালামত উল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আমাদদের নতুন সময় মিডিয়া গ্রুপের কক্সবাজার ডিস্ট্রিক্টি এডিটর কবি জাহদে সরওয়ার, শিক্ষক খালেদ মাহবুব মোর্শেদ, প্রেস ক্লাবরে সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি সৈয়দ মুজতবা আলী, সাংগঠনিক সম্পাদক এম তারেক রহমান, র্অথ সম্পাদক মকছুদুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক এম বশরি উল্লাহ, সাংবাদিক শাহাব উদ্দীন, কক্সবাজার ভয়েস ডটকমের বার্তা প্রধান জিকির উল্লাহ জিকু, আমিনুল হক, হারুনর রশিদ, রমজান আলী, আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আব্দু রশিদ, কবি নিলয় রফিক, সিরাজুল ইসলাম সিরাজ, তারেক আজিজ প্রমুখ। এছাড়া মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মহেশখালী অনলাইন প্রেস ক্লাবরে সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক এবং যুগ্ম সম্পাদক অসীম দাশ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.