প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ১০:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২১, ৭:০৩ পি.এম
পেকুয়ায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সাংবাদিক এস এম হানিফের সভাপতিত্বে এবং সাংবাদিক এফ এম সুমনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সাংবাদিকেরা ।
বুধবার (১৯মে) সকাল সাড়ে ১১টার সময় পেকুয়া চৌমুহনী চত্ত্বরে তারা এই মানববন্ধন করেন।
এসময় পেকুয়া উপজেলার কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ছফওয়ানুল করিম, দিদারুল করিম, মোহাম্মদ ফারুক, জালাল উদ্দিন ও শাখাওয়াত হোছাইন সুজন।
এসময় বক্তারা ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। ২৪ ঘন্টার মধ্যে রোজিনা ইসলামকে মুক্তি ও তাকে হেনস্থাকারীদের আইনের আওতায় আনার জোর দাবী জানান। যদি এই দাবি মানা না হয়,সকল সাংবাদিকরা কর্মবিরতি দিয়ে কলম ছেড়ে মাঠে নেমে আন্দোলনের হুশিয়ার দেন।
এইসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক রিয়াজ উদ্দিন, ইমরান হোসাইন, এম জোবাইদ, সাজ্জাদুল ইসলাম, রেজাউল করিম, ইকবাল হোসেন, রেজাউল করিম, মো;এরশাদ, রেজাউল করিম রেজা, আমিনুল ইসলাম বাহার, হুমায়ুন কবির ও সাদ্দাম হোসেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.