ভয়েস নিউজ ডেস্ক:
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশাসন আরোপিত লকডাউন উপক্ষো করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
রবিবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার প্রত্যন্ত গ্রাম চাপড়তলায় ঘটনাটি ঘটে। এসময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, চাপড়তলা গ্রামের আবুল বাশার নামে এক ব্যক্তির বাড়ির টিউবওয়েল থেকে ড্রেনের মাধ্যমে পাশের একটি পরিত্যক্ত পুকুরে প্রবাহিত হতো। এ নিয়ে প্রায়ই একই এলাকার মোহাম্মদ আলীর সঙ্গে আবুল বাশারের ঝামেলা লেগে থাকতো।
রবিবার সন্ধ্যার পর মোহাম্মদ আলী বিষয়টি নিয়ে আবুল বাশারকে বলতে গেলে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়।
যার জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। সংঘর্ষে উভয়পক্ষের নারী, শিশুসহ অন্তত ২০ জন আহত হয়। তাদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, ঘটনার একদিন পেরিয়ে গেলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. কবির হোসেন ঢাকা ট্রিবিউনকে জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কেউই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্র:ঢাকা ট্রিবিউন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.