প্রেস বিজ্ঞপ্তি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য, কক্সবাজারের সাবেক প্রাদেশিক গভর্নর, কেন্দ্রিয় আওয়ামী লীগের নির্বাহী সংসদের সাবেক সদস্য ও কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।
তিনি বলেন, এডভোকেট জহিরুল ইসলাম শুধু কক্সবাজার নয়, পুরো দেশের সম্পদ। তিনি ছিলেন আওয়ামী লীগের রাজনীতির বটবৃক্ষ।
আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, এডভোকেট জহিরুল ইসলাম সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বৎসর। তার স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যা সন্তান ছিল।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.