ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকোফিশ নামের একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার (৮ জুন) সকালে কক্সবাজারের লাবনী পয়েন্ট, উখিয়া, টেকনাফ, রামু ও মহেশখালী সমুদ্র সৈকতে ইকোফিশ-২ প্রকল্পের উদ্যোগে পরিছন্নতা কর্মসূচি চালানো হয়েছে। এতে স্থানীয় মৎস্যজীবী, যুব প্রতিনিধি, উপজেলা মৎস্য অফিস, ইকোফিশের কর্মকর্তাগন এবং এর সহযোগী সংস্থার কর্মীরা অংশ নেন। আন্তর্জাতিক সমুদ্র দিবস পালনের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসব পরিছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারীগণ সৈকতের এলাকায় প্লাস্টিকের বোতল, পলিথিন ব্যাগ, পরিত্যাক্ত ও ছেড়া জাল, প্লাস্টিক মোড়কজাত খাবারের প্যাকেট, নারকেলের খোসা সহ প্রায় তিনশ কেজি বিভিন্ন বর্জ্য সংগ্রহ করেন।
ইউএসএআইডি-এর অর্থায়নে পরিচালিত ও মৎস্য অধিদফতরের সাথে যৌথভাবে বাস্তবায়িত ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকোফিশ -২ কার্যক্রমের আওতায় এ ইভেন্টের আয়োজন করা হয়।
এ প্রসঙ্গে ইকোফিশ -২ প্রকল্পের টিম লিডার ড. মো. আব্দুল ওহাব বলেন, “সমুদ্র আমাদের বেঁচে থাকার অন্যতম উপাদান অক্সিজেনসহ বহুমাত্রিক খাদ্যের জোগান দেয় ,জীববৈচিত্র সংরক্ষণে সহায়তা করে, তাই স্থানীয় যুব সমাজ ও জেলেদের সঙ্গে নিয়ে প্রতি মাসেই আমরা সমুদ্র সৈকত পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি।"
ভোলা ও পটুয়াখালী জেলাতেও সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.