প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৩:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২১, ১০:৩৪ পি.এম
টানা প্রবল বর্ষণে মহেশখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি

আমিনুল হক, মহেশখালীঃ
মহেশখালীতে টানা প্রবল বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ঘরের দেয়াল ধ্বসে পড়ে ১ স্কুল ছাত্রীর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, টানা প্রবল বর্ষণের কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে মহেশখালীর বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি বৃষ্টির ঢলের পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বাড়িঘর সহ বিভিন্ন বাজারের শতাধিক দোকান। ঘরের দেয়াল ধ্বসে পড়ে মোরশেদা বেগম (১৭) নামের একজন স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শাপলাপুর এলাকায় পাহাড় ধ্বসে এবং রাস্তাঘাট ভেঙ্গে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার দিবাগত রাত থেকে ২৭ জুলাই সারাদিন টানা বর্ষণে উপজেলার শাপলাপুর, ছোটমহেশখালী, হোয়ানক, কালারমারছড়া ও বড়মহেশখালী ইউনিয়নে পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ২৭ জুলাই দুপুরে টানা প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিন পরিদর্শন করেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, হোয়ানক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল সহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়া ও হরিয়ার ছড়া গ্রামে। দুটি গ্রামেই শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। কালাগাজীর পাড়া বাজার বণিক কল্যাণ সমিতির উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাতে প্রবল বর্ষণের পাহাড়ি ঢলে ছড়ার বাঁধ ভেঙ্গে কালাগাজির পাড়া ও হরিয়ার ছড়া গ্রামের শতাধিক বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। রাস্তাঘাট ভেঙ্গে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। হরিয়ারছড়া এলাকায় উলাখালি, হরিনাদিয়া ও বড়ঘোনা নামক ৩টি চিংড়ি প্রজেক্টের স্লুুইস গেইট বন্ধ রেখে বন্যার পানি আটকে রাখায় দুই গ্রামের বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হয়ে আরো শতাধিক বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে।

অপরদিকে ২৭ জুলাই ভোর রাতে ঘরের দেয়াল ধ্বসে পড়ে ছোটমহেশখালী ইউনিয়নের উত্তর সিপাহীর পাড়া গ্রামের আনছারুল করিমের মেয়ে মোরশেদা বেগম (১৭) নামের একজন স্কল ছাত্রীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন, সোমবার দিবাগত রাত থেকে টানা প্রবল বর্ষণে মহেশখালীর বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত ও ব্যাপক ক্ষয়ক্ষতি এবং দেয়াল ধ্বসে একজন স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, ২৭ জুলাই দুপুরে মাননীয় সাংসদ সহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের কে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্তদেরকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.