প্রেস বিজ্ঞপ্তি:
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারে পানিবন্দি লাখো মানুষ। এসব মানুষ পানিবন্দি হয়ে চরম দূর্ভোগে পড়েছেন। দূর্ভোগের সঙ্গে যুক্ত হয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। তাই এসব দূর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে কক্সবাজার পৌরসভার ৫ নং ও ৬ নং ওয়ার্ডের পানিবন্দি ২৫০ পরিবারকে শুকনো খাবার বিতরণ করেন।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫ নং ওয়ার্ডের সাব মেরিন ক্যাবল (চৌধুর পাড়া) ও ৬ নং ওয়ার্ড পেতা সওদাগর পাড়ায় (পূর্ব বড়ুয়া পাড়া) পানিবন্দি মানুষের মাঝে গিয়ে মোহাম্মদ নজিবুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের ত্রাণ টিমের সদস্যরা দূর্গতদের এসব শুকনা খাবার হাতে তুলে দেন।
এসময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ¦ল কর বলেন, মানুষ মানুষের জন্য। তাই এই মুহুর্তে সকলকে দূর্গত মানুষের পাশে দাঁড়ানো উচিত। তাই পৌর আওয়ামী লীগ চেষ্টা করছে এসব দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর।
আর পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে মানুষ চরম দূর্ভোগে পড়েছেন। এই মুহুর্তে নিজের সাধ্য মতো চেষ্টা করছি এসব দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর। যতদিন পানিবন্দি হয়ে মানুষ দূর্ভোগে থাকবে; ততই এসব মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। তবে সরকারি সহায়তার পাশাপাশি পানিবন্দি মানুষের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করছি।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগ সহ সভাপতি আসিফ উল মওলা, সাইফুল ইসলাম চৌধুরী, ডা.পরিমল কান্তি দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ৬নং ওয়ার্ড সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, ৫ নং ওয়ার্ড সাধারন সম্পাদক তাজ উদ্দিন, ৩নং ওয়ার্ড সাধারন সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, পৌর আওয়ামীলীগ নেতা শুভ দত্ত বড়ুয়া, জিয়া উল্লাহ চৌধুরী, ফয়সল হুদা ও আবুল কালাম প্রমুখ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.