আন্তর্জািতিক ডেস্ক:
গ্রিসে অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ছে দাবানল। ইতিমধ্যে এতে দুজনের প্রাণহানি হয়েছে এবং ছয়টি এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।রাজধানী এথেন্সের উপকণ্ঠের দক্ষিণে প্রচুর মেঘ ও ধোয়ায় আকাশ ছেয়ে গেছে। লোকজনকে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে আহ্বান করা হয়েছে।
গ্রিসে দাবানলের অবস্থার অবনতির পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটেছে। ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন দুজন। তার মধ্যে একজন স্বেচ্ছাসেবক অগ্নিনির্বাপক। রাজধানীতে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত পেয়ে প্রাণ হারান তিনি।
গ্রিসের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাপদহ দেশটিতে এখন পাওয়ার কেগে (এক ধরনের জ্বলন্ত বারুদ) পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ১৫৪টি দাবানলের মোকাবিলা করছে অগ্নিনির্বাপকরা।
হঠাৎ করে আসা বাতাসের কারণে এথেন্সের উত্তরে আগুন আরও বৃদ্ধি পাচ্ছে। অলিম্পিক গেমসের জন্মস্থান বলে খ্যাত পুরোনো অলিম্পিয়ার পার্শ্ববর্তী দ্বীপ এভিয়াও জ্বলছে সমানতালে। ইতিমধ্যে দ্বীপটির কয়েক হাজার লোক দাবানল থেকে বাঁচতে নৌকা করে পালিয়ে গেছে।
দেশটির এক প্রভাবশালী মন্ত্রী নিকোস হার্ডালিয়াস বলেন, ‘আমরা আরেকটি কঠিন রাত কাটিয়েছি। নজিরবিহীন দাবানলের তীব্রতা ও বিস্তৃতি বাড়ছে, আমাদের সকল বাহিনী স্বেচ্ছাসেবকদের সঙ্গে একত্রে মানুষের জীবন বাঁচাতে দিনরাত্রি যুদ্ধ করছে।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.