বলরাম দাশ অনুপম:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম শ্রীশ্রী মনসা দেবীর পূজা মঙ্গলবার। সনাতন ধর্মের সর্পের দেবী হিসেবেও পরিচিত এই মা মনসা। এদিকে মনসা পূজাকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় কক্সবাজারেও স্বাস্থ্যবিধি মেনে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরমধ্যে রয়েছে শ্রীশ্রী মনসা দেবীর পূজা, মা মনসার নামে ছাগল, হাঁস, কবুতরসহ নানা ফলাদি বলিদান। প্রতিবছরের ন্যায় এবারও শহরের বড় মনসা পূজাটি অনুষ্ঠিত হবে গোলদিঘীর পাড়স্থ ইঁন্দ্রসেন দুর্গাবাড়ি প্রাঙ্গনে। এই দুর্গাবাড়িতে বিগত ৬৪ বছর ধরে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি বিপুল সেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মনসা দেবীর পূজা ও ৯টায় বলিদান শুরু হবে। এদিকে শ্রীশ্রী মনসা পূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার জেলা, পৌর ও সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দরা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.