বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ঈদের প্রধান জামায়াত সকাল ৮ টায় কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ

ভয়েস প্রতিবেদক:

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে পবিত্র ঈদুল ফিতরের নামাজ মসজিদের ভিতরে নিরাপদ দূরত্ব বজায় রেখে আদায়, এক ঘন্টা পর পর একাধিক জামাত,প্রতি জামাতে পৃথক ইমাম এবং স্যানিটাইজার দিয়ে মসজিদসমূহ জীবাণুমুক্ত করাসহ ৬ টি নিদের্শনা প্রদান করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

নির্দেশনাগুলো সাধারণ জনগণকে অবহিত করতে চলছে জেলা তথ্য অফিসের মাইকিং।

পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায়ে স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ, বদর মোকাম,বায়তুশ শরফসহ জেলার বিভিন্ন মসজিদসমূহ।

কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান জামে মসজিদে ঈদের প্রথম এবং প্রধান জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে। ২য় জামাত ন’টায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০ টায়।বদর মোকাম জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া বায়তুশ শরফ মসজিদে প্রথম জামাত সকাল ৯টায় ২য় জামাত ১০ টায় এবং ৩য় জামাত ১১টায় অনুষ্ঠিত হবে।

চলমান করোনা দূর্যোগের মধ্যে উদযাপিত এবারের ঈদে সকলের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে মসজিদে আসার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION