প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৯:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২১, ১২:০৯ এ.এম
৭০০ একর বনভূমি বরাদ্দ বাতিলের দাবিতে বাপা’র প্রতিবাদ সমাবেশ রবিবার

সংবাদ বিজ্ঞপ্তি:
সাম্প্রতিক সময়ে কক্সবাজারে মেরিন ড্রাইভের পাশে শুকনাছড়ির রক্ষিত বনভূমির ৭০০ একর জমিতে বঙ্গবন্ধু সিভিল সার্ভিস একাডেমি (বিএপিএ) ও বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের (বিএএসএ) নিজস্ব ভবন নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিপন্ন এশীয় বন্য হাতিসহ দেশের অনেক বিপন্নপ্রায় বন্য প্রাণীর নিরাপদ বসতি এই রক্ষিত বনভূমি। এই বনভূমিতে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ একাডেমি নির্মাণের যে উদ্যোগ নিয়েছে সরকার, তা স্পষ্টতঃ আইন বিরোধী এবং পরিবেশ ও জীববৈচিত্রের জন্য চরম হুমকি। তাই শুকনাছড়িতে এডমিন একাডেমীর জন্য ৭০০ একর বনভূমি বরাদ্দ বাতিলের দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা কক্সবাজার জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ কর্মসূচী ঘোষণা করা হয়েছে। আগামী রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে পরিবেশপ্রেমীসহ সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এইচ,এম নজরুল ইসলাম।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.