প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২১, ৭:১৫ পি.এম
দক্ষিণ সাহিত্যিকাপল্লীতে পুলিশ ফাঁড়ি উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর মডেল থানাধীন পৌরসভার ০৬নং ওয়ার্ডের দক্ষিণ সাহিত্যিকাপল্লীতে ০৫ বিট পুলিশ ফাঁড়ি উদ্বোধন।
যেখানে সন্ত্রাস, ছিনতাইকারী ও দস্যুতার ভয়ে আতংক বিরাজমান ছিল সাধারণ মানুষের সেখানে আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কক্সবাজার সদর মডেল থানাধীন ৫নং বিট পুলিশ ফাঁড়ি হয়েছে। এই পুলিশ ফাঁড়ি উদ্বোধনের ফলে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি স্থানীয় জনসাধারণের পুলিশিং সেবা প্রাপ্তি আরও সহজতর ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার হেলাল।
তিনি স্থানীয়দের সচেতনতা আর পুলিশের বিচক্ষণতায় নির্মূল হবে সন্ত্রাস, দস্যুতাসহ নানা অপরাধমূলক কর্মকান্ড।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সাহিত্যিকাপল্লী সমাজ কমিটির সভাপতি নুরুল কবির, ইউসুফ আরমান, আব্দুল জব্বর সওদাগর, লিয়াকত সওদাগর, গাজী আব্দুর রশিদ, হোসাইন সওদাগর, আব্দুল হালিম সওদাগরসহ অন্যান্য স্থানীয় গন্যমান্যবর্গ উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.