প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ১০:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২১, ৫:৫৭ এ.এম
মহেশখালীতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় শিক্ষার্থীদের উল্লাস

আমিনুল হক, মহেশখালী:
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় গতকাল (১২ সেপ্টেম্বর, রবিবার) খুলে দেয়া হয়েছে মহেশখালীর সব শিক্ষা প্রতিষ্ঠান। ঈদের আমেজে মুখরিত হয়ে ওঠেছে মহেশখালী দ্বীপাঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠান। সরজমিন মহেশখালী কলেজ, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মহেশখালী আইল্যান্ড হাই স্কুল, বড়মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়, মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালারমারছড়া মিজ্জির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সবক'টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উল্লাস দেখা গেছে।
সরকারি নির্দেশনা মেনে শ্রেণি কক্ষে ফিরল শিক্ষার্থীরা। সকল শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানের গেইটে শারীরিক তাপমাত্রা মাপা হয়েছে এবং সাবান দিয়ে হাত ধৌত করা হয়েছে। মাস্ক বাধ্যতামুলক করা হয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের জন্য সরকারি ভাবে দেওয়া গাইড লাইন অনুসরণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার দিনে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান শিক্ষক শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়েছেন বলে জানা গেছে।
এছাড়াও মহেশখালীতে নব যোগদানকৃত উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফজলুল করিম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় তারা শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার প্রতি গুরুত্ব দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.