বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে মোহাম্মদ ফরিদ (৪৫) নামের এক ইয়াবাকারবারিকে ৬ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। এসময় ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। দন্ডিত ইয়াবাকারবারি মোহাম্মদ ফরিদ কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের মিঠাপানির ছড়া এলাকার ইউচুফ আলীর ছেলে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন। এসময় আসামি পলাতক ছিলেন। একারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর টেকনাফ ষ্টেশন থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা সহ আসামী মোহাম্মদ ফরিদকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা (নং-৪২/৭৯৩) করেছিলেন পরিদর্শক লোকাশীষ চাকমা। প্রায় ৪ বছরের মাথায় এ মামলার রায় হলো।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আবদুর রউফ ও জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ। আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মোহাম্মদ ইসমাইল।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.