প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ৯:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২০, ১:১২ পি.এম
করোনায় কক্সবাজারে আরও একজনের মৃত্যু

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে আরও একজন করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন। চিকিৎসকরা জানান, শহরের নুনিয়া ছড়ার এই মৎস্য ব্যবসায়ী কয়েক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ২৩ মে করোনা টেস্টের জন্য স্যাম্পল সংগ্রহ করা হয়েছে তাঁর। তবে রিপোর্ট এখনও পাওয়া যায়নি। এরমধ্যে তীব্র শ্বাসকষ্ট হলে গত গভীর রাতে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথেই তিনি মৃত্যু বরণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, অন্তত ১২দিন আগে তিনি জ্বরে আক্রান্ত হন। ঔষধ খাওয়ার পরও জ্বর কমছিল না। তাই করোনা টেস্টের জন্য স্যাম্পল পাঠিয়েছিলেন। এখন পরিবারের আরো বেশ কয়েকজন জ্বরে ভুগছেন।
এদিকে গতকাল ঈদের দিনেও কক্সবাজারে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর চকরিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এনিয়ে কক্সবাজারে করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হল।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.