প্রেস বিজ্ঞপ্তিঃ
উখিয়া প্রেসক্লাবে র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রেসক্লাবের বর্তমান সহকারী সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল। সদ্য অপসারিত সাধারণ সম্পাদক কামরুদ্দিন মুকুলের স্থলাভিষিক্ত হলেন বাবুল। প্রেসক্লাবের নির্বাচিত ১১ জন বিশিষ্ট কার্য নির্বাহী পরিষদের ৯ জন সদস্যের অনাস্থার প্রেক্ষিতে গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৭ ধারা ৪ উপধারা খ অনুযায়ী আমানুল হক বাবুল এ দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য যে, কমরুদ্দিন মুকুল প্রেসক্লাবের নাম ব্যবহার করে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্নসাত সহ সংগঠন বিরোধী নানা অপকর্মে জড়িয়ে পড়ে। এতে ক্লাবের ভাবমূর্তি ও সুনাম রক্ষায় কার্যনির্বাহী পরিষদ উক্ত সিদ্বান্ত গ্রহন করলে সাধারণ সম্পাদক হিসেবে মুকুল দায়িত্ব পালনের যোগ্যতা হারায়। ফলে তার স্থলে আমানুল হক বাবুল বিধি মোতাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য যে, আমানুল হক বাবুল স্যাটেলাইট টেলিভিশন মোহনা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি ছাড়া ও ইতিপূর্বে প্রেসক্লাবের ২ বারের সহ- সভাপতি সহ প্রতিষ্টাকালীন সময় থেকে বিভিন্ন পদে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছেন ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.