॥হাসানুর রশীদ॥
জেলার প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের মধ্যে অন্যতম একটি নাম আবদুল আজিজ। তাঁর সম্পাদনায় ‘কক্সবাজার ভয়েস’ এর বছর পার করে দ্বিতীয় বছরে পা দিয়েছে। এই অনলাইন সংবাদ মাধ্যম ইতোমধ্যে পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সু সম্পাদিত সংবাদগুলো পাঠকের হৃদয়ে স্থান করে নেয় খুব সহজে। শুধু সংবাদ নয়, ভিডিও ভিত্তিক নিউজ গুলোও বেশ চমৎকার।
এখানে রয়েছে একঝাঁক প্রতিশ্রুতিশীল ও তরুণ সংবাদককর্মী। এরা তুলে আনছে জেলার প্রত্যন্ত অঞ্চলের গুরুত্বপূর্ণ সংবাদ। তারা প্রতিনিয়ত কক্সবাজারকে তুল ধরছে বিশ্ব দরবারে। তাদেরকেই জানাই শুভেচ্ছা।
মুক্ত পরিবেশে সংবাদ ও অভিমত প্রকাশে গণমাধ্যমের দায়িত্বশীলতা অনেক বেশি। আশা করি ‘কক্সবাজার ভয়েস’ এর সম্পাদনা বিভাগ এব্যাপারে বেশ সচেতন। উপদেষ্টা সম্পাদক জনাব আবু তাহের এর নির্দেশায় আরো দ্রুত এগিয়ে যাবে এই গনমাধ্যমটি এটা আমার দৃঢ় বিশ্বাস।
পাঠক ও শুভানুধ্যয়ীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠবে ‘কক্সবাজার ভয়েস’। মায়ের কাছে সন্তান যেমন একজন সংবাদকর্মীর কাছে তার প্রকাশনা প্রতিষ্ঠান/প্রতিটি সংবাদ মাধ্যম তেমনই।
নতুন প্রত্যাশা নিয়ে আসা এই অনলাইন মাধ্যম কক্সবাজারকে ‘ব্রান্ডিং করবে এটা আশা করতেই পারি। অব্যাহত থাকুক অগ্রযাত্রা। জন্মদিনে এটাই প্রত্যাশা।
হাসানুর রশীদ,
সম্পাদক, দৈনিক হিমছড়ি
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কক্সবাজার প্রেসক্লাব।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.