ভয়েস নিউজ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরীর (৬৮) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাজহারুল ইসলামের মৃত্যু হয় বলে জানান তার স্বজন ফরহাদ উদ্দিন আহমেদ বাবু।
তিনি বলেন, ‘১০ দিন আগে চট্টগ্রামে উনার করোনা পরীক্ষা করা হয়, তবে রিপোর্ট আসে নেগেটিভ। তারপরও ওনার তীব্র শ্বাসকষ্ট থাকায় নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাজহারুল ইসলামের শ্বাসকষ্ট ও জ্বর থাকায় ইউনাইটেডের চিকিৎসকরা আবারও তার করোনা শনাক্তকরণ পরীক্ষা করান।’
ফরহাদ উদ্দিন আরও বলেন, ‘দ্বিতীয়বার পরীক্ষায় করোনা পজিটিভ আসে। সেদিন বিকেলেই ঢাকার ইউনাইটেড হাসপাতাল থেকে উনাকে আনোয়ার খান মেডিকেলে নেয়া হয়। গত পাঁচদিন সেখানে ছিলেন। আজ অক্সিজেন সেচুরেশন কমায় আইসিইউতে নেয়া হয়। বিকেলে অবস্থা একটু ভালোর দিকে ছিল। রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান।’
মাজহারুল ইসলাম চৌধুরী সদরঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.