প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ৪:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২১, ৫:০৮ পি.এম
বড় মহেশখালী পশ্চিম ফকিরাঘোনা হাতিগেদা জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

আমিনুল হক, মহেশখালী:
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা হাতিগেদা জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত হয়েছে। মহেশখালী-কুতুবদিয়া আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এর নির্দেশনায় এবং মহেশখালী উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ও পশ্চিম ফকিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হক বাহাদুর এবং বড় মহেশখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের মেম্বার জিল্লুর রহমান মিন্টুর সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটির ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শক্রমে অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে আগামী দুই বছর মেয়াদে বড় মহেশখালী পশ্চিম ফকিরাঘোনা হাতিগেদা জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়। কাজী হাফেজ মাওলানা মুহাম্মদ নুরুল আবছারকে সভাপতি এবং মাওলানা মুহাম্মদ শফিউল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি যথাক্রমে মোহাম্মদ শফি ও আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক নুরুচ্ছফা সওদাগর, ক্যাশিয়ার নাজমুল হাসান পুতু, সহ-ক্যাশিয়ার সিরাজ মিয়া, প্রচার সম্পাদক কালা মিয়া, সদস্য যথাক্রমে মোঃ নুরুল হাসেম সওদাগর, কবির আহমদ, শফিউল আলম, আব্দুস ছোবহান, আলম শরীফ, জহির আলম ভূট্টো, আব্দুল মালেক, আব্দুল মান্নান, সাইফুদ্দীন সোহান, শাহাব উদ্দিন, জাকারিয়া বাঁশী, শাহজাহান সিরাজ, মুহাম্মদ রফিক, আজিজুল হক ও নুরুল হাশেম। নব-গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা মসজিদটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা ও ইসলামী সমাজ বিনির্মাণের স্বার্থে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.