চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে করোনা রোগী বাড়তে থাকায় হলি ক্রিসেন্ট হাসপাতালটি উদ্বোধনের ব্যাপারে তোড়জোড় ছিল কর্তৃপক্ষের। কিন্তু পর্যাপ্ত লোকবল সংকটের কারণে উদ্বোধনের পরও চালু করতে পারছেনা হাসপাতালটি।এ হাসপাতাল চালুর বিষয়ে চসিক মেয়র আ জ ম নাসিরউদ্দিন বলেন, হাসপাতালের আইসিইউসহ বিভিন্ন ইকুইপমেন্ট পরীক্ষা নিরিক্ষা চলছে, আশা করি খুব দ্রুত চালু করা সম্ভব হবে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, বেশ কিছু সমস্যার কারণে হাসপাতালটি চালু করা যাচ্ছে না। তবুও আমরা চেষ্টা করছি হাসপাতালটি দ্রুত চালু করার। এটির দায়িত্বে রয়েছেন জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক।
জানা গেছে, নগরীর খুলশী এলাকার হলি ক্রিসেন্ট হাসপাতালটি প্রস্তুতের পর ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয় জটিলতা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের অধীনে পরিচালনার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। কিন্তু এতে অপারগতা প্রকাশ করে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ। পরে শেষ পযন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় জেনারেল হাসপাতালের অধীনে একজন সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তা নিয়োগের মাধ্যমে হাসপাতাল চালু করার নির্দেশ দেয়।
সহকারী পরিচালক নিয়োগ এবং হাসপাতাল চালু না হওয়ার বিষয়ে জানতে জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এর আগে গত ২১ মে ১০০ শয্যার এই হাসপাতালটি উদ্বোধন করেন সিটি মেয়র আ. জ. ম নাছির উদ্দীন। হলি ক্রিসেন্ট হাসপাতালটি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ইউনিট-২ হিসেবে পরিচালিত হবে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.