চট্টগ্রাম ব্যুরো:
ঈদুল ফিতরের ছুটিতে চারদিন বন্ধ থাকার পর বুধবার (২৭ মে) থেকে চট্টগ্রাম-জামালপুর রুটে কৃষি পণ্য পরিবহনে পুনরায় পার্সেল স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (২৭ মে) বিকেল তিনটায় চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। গত ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত ঈদের ছুটিতে পার্সেল স্পেশাল ট্রেন চলাচল বন্ধ ছিল।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, চারদিন বন্ধ থাকার পর বুধবার থেকে ফের স্পেশাল পার্সেল ট্রেনটি জামালপুরের উদ্দেশে ছেড়ে গেছে। ট্রেনটিতে মোটামুটি পণ্য ভর্তি ছিল।
সরকারি নির্দেশনা মোতাবেক বাংলাদেশ রেলওয়ে মালবাহী ট্রেনের পাশাপাশি বিভিন্ন রুটে কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনের জন্য ১ মে থেকে পার্সেল স্পেশাল ট্রেন চালু করে। তবে চট্টগ্রামের পার্সেল ট্রেনটিতে মালামাল কম উঠায় পরে ৬ মে থেকে ঢাকার পরিবর্তে জামালপুর রুট পরিবর্তন করা হয়।
বর্তমানে চট্টগ্রাম-সরিষাবাড়ী-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব বাজার-ঢাকা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন (পঞ্চগড়)-ঢাকা ও খুলনা-চিলাহাটি-খুলনা রুটে পার্সেল ট্রেন চলাচল করছে।
ভয়েস /জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.