॥জাহেদ সরওয়ার সোহেল॥
প্রযুক্তি বিশ্বকে একটি গ্রামে পরিনত করেছে। স্থানিক দুরত্ব কে মাড়িয়ে কেবল ইথারেই মানুষ মানুষের সাথে মুহুর্তে যুক্ত হওয়ার এই প্রয়াস পৃথিবীকে মাইলের হিসাব নয় কষতে শিখিয়েছে উচ্চ গতির তরঙ্গ। পৃথিবী হাতের মুঠোয় কিংবা পৃথিবীর মুঠোয় হাত রেখে মানুষ একে অপরের কাছে কি আদান প্রদান করে? এমন প্রশ্নের উত্তর সকলেরই জানা, তা হলো তথ্য।
আর উল্লেখযোগ্য তথ্যের শিল্পায়িত পদ্ধতির বস্তুনিষ্ঠ উপস্থাপন কে সাংবাদিকতা বললে অত্যুক্তি হয়না।তবে সবকিছুই নির্ভর করে পেশাদারিত্বের ছোঁয়া কতটুকুন তার উপর। যদিওবা সাংবাদিকতার আভিধানিক সংজ্ঞার সাথে মাঠের বাস্তবতা কখন কখনও বৈসাদৃশ্য হলেও একটি গুনবাচক রসায়ন হলো অভিজ্ঞতা। কেননা অভিজ্ঞতালব্দ জ্ঞান সাংবাদিকতার বিপদগ্রস্থতা থেকে রক্ষা করে বহুলাংশে।
এখানে রাখতে চাই আশার জায়গাটি, কক্সবাজার ভয়েস অভিজ্ঞ, প্রশিক্ষীত সাংবাদিকদের একটি বাতায়ন যাতে দায়বদ্ধতার সমীরন তাদের নবায়িত করে। ভ্রান্তি আর বিভ্রান্তির অনলে দাহ্য অনলাইন সাংবাদিকতা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বহু আগে, সেখানে প্রত্যাশার প্রাপ্তি যোগ হোক এ ওয়েব পোর্টাল এমন আশা রাখতেই পারি। আর বলে রাখি, সব ভালো কথা বড় বড় শহর,বড় বড় উচু স্থান থেকে আসবে এমন কোনো কথা নেই, সময়ের সবচেয়ে মূল্যবান কথাটি প্রত্যন্ত গ্রামের একজন সাধারন মানুষ থেকেও আসতে পারে। গ্রহনযোগ্য হলে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো বক্তব্য পাল্টে দিতে পারে ভূগোল। মানুষের কণ্ঠস্বরই বিধাতার কণ্ঠস্বর এ সত্যের প্রতিরুপ হবার দায়িত্ব কিন্ত সংবাদকর্মীদের। কক্সবাজার ভয়েস এমন গন্ত্যব পানে তাদের অভিযাত্রা অটুট রাখবে সে প্রত্যাশা রইল।
লেখক-সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ সম্পাদক, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.