প্রেস বিজ্ঞপ্তি :
মহেশখালী আদর্শ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ৩১অক্টোবর ২৭জন সদস্য বিশিষ্ট্য এ সমিতির সদস্যদের নিকট থেকে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সকল ভোটারের প্রত্যক্ষ গোপন ব্যালেট এর মাধ্যমে অনুষ্টিত ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন
হাজী ফরিদ আহাম্মদ প্রাপ্ত ভোট ১৭ভোট,তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী
আলী আহাম্মদ পেয়েছেন ১০ভোট,
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোক্তার আহাম্মদ তার প্রাপ্ত ভোট ১৬,নিকটতম প্রতিদন্ধী প্রার্থী রশিদ আহাম্মদ পেয়েছেন ১১ভোট। মহেশখালী আর্দশ দলিল লেখক সমিতির ভোটার সংখ্যা ২৭ জন ভোটার সকাল ৯-বিকাল ২টা পর্যন্ত শতভাগ ভোট প্রদান করে।
আদালত সড়কের মোহছেন টাওয়ারে অনুষ্টিত ভোট দলিল লেখকগনের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্ট হয়। ২বছর মেয়াদের জন্য নির্বাচিত কমিটি দলিল লেখকগণের অধিকার আদায়ে ভূমিকা রাখবে।
পরস্পর ভোটাধিকার প্রয়োগে নবীন প্রবীন লেখকগণ একে অপরকে সম্মান ও শ্রদ্ধা জানানোর দৃষ্টান্ত দেখা গেছে। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন প্রবীন দলিল লেখক মুহাম্মদ শহীদুল্লাহ,সহযোগি হিসাবে দায়িত্ব পালন করেন মাওলানা নুরুল আলম ও মুহাম্মদ হেলাল উদ্দিন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.