প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১০:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২১, ১০:৩৬ পি.এম
কেন্দ্রীয় যুবলীগ নেতা ইশতিয়াক আহমেদ জয়ের প্রতিবাদ

আমার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ ও সকলকে আইনের প্রতি আস্থাশীল থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি
‘মোনাফ শিকদারকে গুলি করেছে ইশতিয়াক’- কক্সবাজার পৌরসভার মেয়রের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ইশতিয়াক আহমেদ জয়।
শহীদ দৌলত ময়দানে (৩ নভেম্বর) জাতীয় জেল হত্যা দিবসের একটি আলোচনা সভায় কক্সবাজার পৌরসভার মাননীয় মেয়র জনাব মুজিবুর রহমান তাঁর বক্তব্যে আমার নাম উল্লেখ করে যে অসত্য তথ্য প্রদান করেছেন, তাতে আমি ভীষণভাবে মর্মাহত হয়েছি। এবং উনার বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি৷
মাননীয় মেয়র তাঁর বক্তব্যে বলেছেন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোনাফ শিকদারকে আমি গুলি করেছি। একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে প্রমাণ ছাড়া কাল্পনিক এ অভিযোগ কোনভাবে আশা করা যায় না। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাকে হেয় প্রতিপন্ন করে যে কাল্পনিক অভিযোগ তিনি করেছেন তা সম্পূর্ণভাবে মিথ্যা ও ভিত্তিহীন। প্রকাশ্যে জনসম্মুখে এ রকম মিথ্যাচারে আমার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুন্ন করার যে অপচেষ্টা করা হচ্ছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই। একজন জনপ্রতিনিধির এ রকম বক্তব্য মোনাফ সিকদারকে হত্যাচেষ্টা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে, এবং এতে বিচারকার্যের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে এমন কোন বক্তব্য যাতে কেউ না দেয় যাতে ভিকটিমের ন্যায়বিচার বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে।
উল্লেখ্য, মোনাফ শিকদার জেলা ছাত্রলীগের যে কমিটির সহ-সভাপতি ছিলেন, আমি সেই কমিটির সভাপতি ছিলাম। একসাথে দীর্ঘদিন আমরা ছাত্ররাজনীতি করেছি এবং আমাদের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। আমার বিরুদ্ধে ভিকটিমের কোন অভিযোগ নাই। বরংচ ভিকটিম যার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন। তা যে কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত তা সবার বুঝার কথা।
আমার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ জানাচ্ছি এবং সকলকে আইনের প্রতি আস্থাশীল থাকার বিনীত অনুরোধ করছি। একই সাথে আমি আশা করি, ভবিষ্যতে যেন কেউ এমন কোন বক্তব্য না দেয়। যে বক্তব্যে ভিকটিম ন্যায়বিচার পাওয়ার স্বাভাবিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। আল্লাহ সকালের মঙ্গল করুক।
প্রতিবাদকারী-
ইশতিয়াক আহমদ জয়
সদস্য-বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কমিটি।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.