প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ৭:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২১, ১২:২৬ এ.এম
কুতুপালং হিন্দু রোহিঙ্গা ক্যাম্পে শ্যামা পূজা উদযাপিত

প্রেস বিজ্ঞপ্তি:
উখিয়ার কুতুপালংস্হ সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ক্যাম্পে অবস্হিত শক্তি কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে নানা আয়োজন ও উৎসাহ-উদ্দীপনায় অন্যান্যবারের মতো শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন করা হয়েছে। হিন্দু শরনার্থীরা নানারকম সীমাবদ্ধতার পরে ও সাধ্যমতো শ্যামা পূজায় অংশগ্রহণ করেন স্বতস্ফূর্তভাবে। পূজার দুইদিনব্যাপী ধর্মীয় আনুষ্ঠানিকতার শেষ দিনে গতকাল শুত্রুবার বিকাল ৫ টায় কক্সবাজার জেলা শহরের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্টের সাগরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। শ্যামা পূজা আয়োজনে সার্বিক সহযোগিতা করেন অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামসুদ্দৌজা, ১৪-এপিবিএন এর সহকারি পুলিশ সুপার সুব্রত কুমার সাহা ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। শক্তি কক্সবাজারের পক্ষ থেকে পরিচালক উজ্জল সেন পূজা উদযাপনের সার্বিক ব্যবস্হাপনার দায়িত্ব পালন করেন।
হিন্দু শরনার্থী মিন্টু রুদ্র (মাঝি), বলরাম শীল, কাজল শীল,রবীবালা পাল, বকুল বালা রুদ্র, রীনাবালা পাল, মনবালা রুদ্র, মধুরাম পাল ও বিজয়বালা রুদ্র প্রমুখ বিভিন্ন দায়িত্বে ছিলেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.