ভয়েস প্রতিবেদক , চকরিয়া :
প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাবে পুরো বিশ্ব আজ স্থবির হয়ে পড়েছে। দেশের প্রতিটি মানুষ এ ভাইরাসের প্রাদুর্ভাবে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শ্রমজীবিরা জীবিকা হারিয়ে গৃহবন্দী হয়ে দিন অতিবাহিত করছে কাটাচ্ছে। সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার সীমান্ত ইউনিয়ন ফাইতংয়ে চলছে অঘোষিত ভাবে লগডাউন।
করোনা ভাইরাসের আতংকে এ দুর্যোগ সময়ে খেটে খাওয়া দিনমুজুর, দুস্থ, অসহায় ও শ্রমজীবি মানুষের কর্ম বন্ধ থাকার কারণে তারা জীবিকা হারিয়ে চরম ভাবে সংকটে পড়েছে। সমাজের এসব অসহায়-দরিদ্র ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছে ফাইতং ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা থোয়াইং সানু মার্মা।
পবিত্র মাহে রমজান মাসে দরিদ্র ও সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের ৫শত বিভিন্ন সম্প্রদায়ের পরিবারের মাঝে ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে তার ব্যক্তিগত তহবিল থেকে ইফতারসহ খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন যুবলীগ নেতা থোয়াইং সানু মার্মা। ইফতার ও খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, চনা, মুড়ি ডাল, তৈল, পিয়াজ ও আলুসহ খাদ্য সামগ্রী।
গত দুইদিন ধরে যুবলীগ নেতা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় হতদরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেন।
ফাইতং ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা থোয়াইং সানু মার্মা বলেন , বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ আজ মানুষের জীবনকে মহাসংকটে ফেলে দিয়েছে। এ সংকটময় মুহূর্তে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে মানবিক সহায়তা হিসেবে নিজস্ব তহবিল থেকে এসব উপহার সামগ্রী নানা সম্প্রদায়ের মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। করোনার এই দুঃসময়ে সাধারণ মানুষ অত্যান্ত কষ্টে দিনাতিপাত করছে। এমন সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, সরকার ইতিমধ্যে ঘরবন্দী হয়ে পড়া অসহায় মানুষের জন্য ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। সবার প্রতি অনুরোধ এ দুর্যোগময় মুহূর্তে সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদেও সাহায্যে হাত বাড়িয়ে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
ভয়েস /জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.