আন্তর্জাতিক ডেস্ক:
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খার্তুম ব্যুরো চিফের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে সুদানের নিরাপত্তা বাহিনী। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের একদিনের মাথায় রবিবার আল মুসালমি আল কাব্বাসিকে গ্রেফতার করা হয়।
রাজধানী খার্তুম এবং অন্য শহরগুলোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভে জড়িত সুদানের চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি জানিয়েছে শনিবারের বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে।
গত ২৫ অক্টোবরের অভ্যুত্থানের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় গড়ে তোলা হয়েছে গণতন্ত্রপন্থী বিক্ষোভ কমিটি। নাগরিক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার পাশাপাশি ১৭ নভেম্বর আবারও রাজপথে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
আল জাজিরা বলেছে, সুদানে তাদের সব কর্মীদের নিরাপত্তার দায়িত্ব সামরিক কর্তৃপক্ষের। এক বিবৃতিতে তারা বলেছে, ‘সেনাবাহিনীর সব নিপীড়নমূলক কর্মকাণ্ডের কঠোরতম নিন্দা জানায় আল জাজিরা এবং আল কাব্বাসিকে অবিলম্বে মুক্তি দেওয়ার এবং সাংবাদিকদের বাধাহীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বান জানাচ্ছে।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.