বলরাম দাশ অনুপম:
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে করোনা আক্রান্ত হয়েছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানকে। সাথে রয়েছে করোনা আক্রান্ত তার স্ত্রী ফারহানা রহমানও।
শনিবার রাত সাড়ে ১২ টার দিকে কক্সবাজার জেনারেল হাসপাতাল থেকে অাইসিইউ এ্যাম্বুলেন্সে করে মুজিবুর রহমান ও তার স্ত্রীকে ঢাকায় নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে মুজিবুর রহমানের ছেলে হাসান মেহেদী রহমান রবিবার সকালে মুঠোফোনে জানান-তারা বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে পৌঁছেছেন।
এর আগে শনিবার সন্ধ্যায় কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষাকৃত করোনার নমুনা পরীক্ষায় মুজিবুর রহমান ও তার স্ত্রী ফারহানা রহমানসহ পরিবারের ৪ সদস্যর রির্পোট পজেটিভ পাওয়া যায়। এর আগে করোনা আক্রান্ত হন কক্সবাজার পৌরসভার ২ নং ওয়াডের কাউন্সিলর মিজানুর রহমান ও ১০নং ওয়াডের কাউন্সিলর সালাউদ্দিন সেতু।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.